বাজিস-৪ : জয়পুরহাটে নতুন ভোটার ৬৬৬৯৯ জন

134

বাজিস-৪
জয়পুরহাট-নতুন ভোটার
জয়পুরহাটে নতুন ভোটার ৬৬৬৯৯ জন
জয়পুরহাট, ৫ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : জেলায় দশম সংসদ থেকে একাদশ সংসদ পর্যন্ত নতুন ভোটার বৃদ্ধি পেয়েছে ৬৬ হাজার ৬৯৯ জন।
জেলা নির্বাচন অফিস সূত্র বাসস’কে জানায়, জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে ১ আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩ লাখ ৯৯ হাজার ২৪৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ২৪৫ জন ও মহিলা ভোটার হচ্ছেন ২ লাখ ৮৫ জন। এ আসনে এবার নতুন ভোটার হয়েছেন ৩৮ হাজার ৪১১ জন। জয়পুরহাট-১ আসনে ভোট কেন্দ্র রয়েছে ১৪৬টি। জেলার কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে ২ আসন গঠিত। এ আসনে মোটা ভোটার হচ্ছেন ৩ লাখ ৭ হাজার ২৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৫১ হাজার ৫০৭ জন ও মহিলা ভোটার হচ্ছেন ১ লাখ ৫৫ হাজার ৭৯১ জন। এ আসনে নতুন ভোটার হয়েছেন ২৮ হাজার ২৮৮ জন। জয়পুরহাট-২ আসনে ভোট কেন্দ্রে রয়েছে ১০৩ টি। জয়পুরহাট-১ ও ২ আসনে তুলনামূলক পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশি। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইতোমধ্যে ভোট কেন্দ্র নির্বাচন সম্পন্ন করা হয়েছে এবং ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ চলমান রয়েছে বলে জানান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
বাসস/সংবাদদাতা/১২১৫/নূসী