নারী ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : কমিশনার কবিতা খানম

399

রাজশাহী, ৪ ডিসেম্বর ২০১৮ (বাসস) : নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, আসন্ন একদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের জন্য একটি নিরাপদ পরিবেশ সৃষ্টির ব্যাপারে নির্বাচন কমিশন (ইসি) প্রতিশ্রুতিবদ্ধ।
রাজশাহীতে দুই দিনব্যাপী কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) নগরীর নানকিং দরবার হলে এ কর্মশালার আয়োজন করে।
কমিশনার কবিতা খানম বলেন, দেশের মোট ভোটারের অর্ধেক নারী। নারী ভোটাররা যাতে নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে নির্বাচনের সময় নিরাপদ পরিবেশ সৃষ্টির ব্যাপারে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।
এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের দ্রুত ‘সার্টিফাইড কপি’ প্রদানের জন্য রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেয়া হয়েছে।