বাাজিস-৯ : গোপালগঞ্জে ৫১ দরিদ্র শিক্ষার্থী পেল শীতবস্ত্র

300

বাাজিস-৯
গোপালগঞ্জ-শীতবস্ত্র
গোপালগঞ্জে ৫১ দরিদ্র শিক্ষার্থী পেল শীতবস্ত্র
গোপালগঞ্জ, ৪ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫১ দরিদ্র শিক্ষার্থীকে শীতবস্ত্র ও শীতের কসমেটিকস সামগ্রী দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান কোটালীপাড়া থানা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিশু কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত ৫১ দরিদ্র শিশুর হাতে জেলা প্রশাসকের দেয়া শীতবস্ত্র ও শীতের কসমেটিকস সামগ্রী তুলে দেন।
এ সময় শিক্ষক, সাংবাদিক ও আমরা মানবতার সেবক নামে একটি অনলাইন ভিত্তিক সেবামূলক সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সম্প্রতি আমরা মানবতার সেবক সংগঠনটির পক্ষ থেকে নার্গিস সুলতানা নামে এক সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ৫১ দরিদ্র শিশুকে নিয়ে একটি পোস্ট দেয়। পোস্টটি জেলা প্রশাসকের দৃষ্টিতে তিনি দরিদ্র শিশুদের জন্য এ ব্যবস্থা গ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/১৯২০/মরপা