বাসস বিদেশ-৭ : ইয়েমেনে শান্তির জন্য সুইডেন বৈঠকটি ‘খুবই গুরুত্বপূর্ণ সুযোগ’ : ইউএই

127

বাসস বিদেশ-৭
ইয়েমেন-সংঘাত
ইয়েমেনে শান্তির জন্য সুইডেন বৈঠকটি ‘খুবই গুরুত্বপূর্ণ সুযোগ’ : ইউএই
আবুধাবি, ৪ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : সুইডেনে অনুষ্ঠেয় প্রস্তাবিত জাতিসংঘের নেতৃত্বাধীন বৈঠকটি যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে শান্তি ফিরিয়ে আনার জন্যে ‘খুবই গুরুত্বপূর্ণ সুযোগ’।
মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)’র এক শীর্ষ কর্মকর্তা একথা বলেন। ইউএই ইয়েমেনের সরকারপন্থী জোটের অংশ। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউএই’র পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ বলেন, ‘সানা থেকে আহত হুতি যোদ্ধাদের সরিয়ে আনার ঘটনায় ইয়েমেনের সরকার ও আরব জোট যে শান্তির পক্ষে রয়েছে তা আরো একবার প্রমাণিত হল।’
তিনি আরো বলেন, ‘ইয়েমেনের জন্যে সফল রাজনৈতিক সমাধানের জন্যে সুইডেনের প্রস্তাবটি খুবই গুরুত্বর্পূ বলে আমরা মনে করছি।’
বাসস/ কেএআর/১৬০৫/জুনা