বাসস ক্রীড়া-১ : প্রথম টেস্টে স্পিনাররা সুবিধা পাবে : হেড

126

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-হেড
প্রথম টেস্টে স্পিনাররা সুবিধা পাবে : হেড
সিডনি, ৪ ডিসেম্বর ২০১৮ (বাসস) : অ্যাডিলেডে আগামী ৬ ডিসেম্বর সিরিজের প্রথম টেস্টে স্পিনাররা সুবিধা পাবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটসম্যান ট্রাভিস হেড। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম টেস্টে পেসারদের পাশাপাশি স্পিনাররাও ভালো করবেন বলে জানান তিনি। হেড বলেন, ‘এখানে পেসাররা দাপট দেখাবে, এটিই স্বাভাবিক। কারণ এখানকার কিউরেটররা সেভাবেই পিচ তৈরি করেছেন। তবে স্পিনাররাও ভালো সুবিধা পাবে। কারণ ২০১৪-১৫ মৌসুমে নাথান লিঁও একাই টেস্ট জিতিয়েছিলেন। তাই প্রথম টেস্টে স্পিনাররাও ভালো এই পিচ থেকে সুবিধা পাবে। শুধুমাত্র আমাদের দলের খেলোয়াড়রাই নয়, ভারতের স্পিনাররা ভালো সুবিধা পাবেন।’
অ্যাডিলেড ওভালে পেসারদের চেয়ে স্পিনারদের সাফল্যই বেশি। এই ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেট রয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের। ১৩ ম্যাচে ৫৬ উইকেট নিয়েছেন তিনি। অবশ্য সবচেয়ে উইকেট শিকারে এরপরের তিনটি স্থান অস্ট্রেলিয়ার পেসারদের। পঞ্চম স্থানে আছেন লিঁও। ৭ ম্যাচে তার শিকার ৩৭ উইকেট। অ্যাডিলেডের প্রথম টেস্টে লিঁও খেলবেন এটা নিশ্চিত।
সিরিজের প্রথম টেস্টে লিঁও’র আগুন ঝড়ানো পারফরমেন্স দেখতে চান হেড, ‘এখানে খেলার অভিজ্ঞতা রয়েছে লিঁওর। সে জানে কিভাবে উইকেট নিতে হয়। প্রথম টেস্টে ভারতের মাথার ব্যাথার কারন হবে লিঁও। আমাদের দলের পেসাররা ভালো। প্রতিপক্ষকে চাপে ফেলতে পারদর্শী স্টার্ক-হ্যাজেলউডরা। তবে লিঁও’র কাছ থেকে আরও ভালো পারফরমেন্স আশা করছি আমরা। আমার মনে হয়, লিঁও আমাদের হতাশ করবে না।’
অ্যাডিলেডের পিচে স্পিনাররা কেন সুবিধা পাবে, এ সর্ম্পকে হেড বলেন, ‘এখানে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলেছি। নতুন বলে পেসাররা এখানে সাহায্য পাবে ঠিকই। কিন্তু বল একটু পুরনো হলে কিন্তু ব্যাটসম্যানরাও রান পেতে শুরু করবে। শিল্ডের ম্যাচে পরের দিকে বল ঘুরেছে। টেস্টেও তা হতে পারে। আমার মনে হয়, এখানে টেস্ট খেলে কেউই অখুশি হবে না। শিল্ডে চতুর্থ ইনিংসে সাহায্য পেয়েছে ব্যাটসম্যানরা। প্রথম তিন দিনে পিচ বেশ ‘রাফ’ হয়ে যাওয়ায় শেষ দু’দিনে স্পিনাররা সফল হয়। শেষ দিকে আমাদের লিঁও ও তাদের স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।’
ভারতের সফল স্পিনার রবীচন্দ্রন অশ্বিনকে খেলার টিপস সদ্যই পেয়েছেন হেড। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেন ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হ্যারি নিয়েলসেন। ঐ ম্যাচে অশ্বিনকে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন নিয়েলসেন। তাই প্রস্তুতি ম্যাচ শেষে অশ্বিনের ব্যাপারে জানতে নিয়েলসেনের সাথে কথা বলেছেন হেড। তিনি জানান, ‘প্রস্তুতি ম্যাচে অশ্বিনের বিপক্ষে সেঞ্চুরি করেছেন নিয়েলসেন। তার কাছ থেকে অশ্বিন সম্পর্কে কিছু তথ্য পেয়েছি। তাই অশ্বিনকে খেলার জন্য আমি তৈরি। এমনকি দলও প্রস্তুত।’
বাসস/এএমটি/১৬০৫/মোজা/স্বব