বাজিস-৭ : নড়াইলে দু’দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

156

বাজিস-৭
নড়াইল-বিজয় মেলা
নড়াইলে দু’দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন
নড়াইল, ৪ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের ৩৩তম প্রয়ান দিবস পালন উপলক্ষে নড়াইলে দু’দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
এ সময় আরো বক্তব্য রাখের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন, বিজয় ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক আকরাম শাহিদ চুন্নু, সদস্য সচিব নেজারত ডেপুটি কালেক্টর মুহাম্মাদ আল আমিন, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ।
চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের পক্ষ থেকে দু’দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বিজয়গীতি প্রতিযোগিতা, কবিতায় বিজয় সরকার(স্বরচিত কবিতা পাঠের আসর), কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, কবির আত্মার শান্তি কামনা নীরবতা পালন, বিষয় ভিত্তিক আলোচনা সভা, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বিজয় গীতির আসর। বুধবার (৫ডিসেম্বর) রয়েছে, সেমিনার, উন্মুক্ত বিজয়গীতি পরিবেশনা, সম্মাননা প্রদান, চারণ কবি স্বর্ণপদক প্রদান ও কবি গানের আসর।
প্রসঙ্গত, বিরল ব্যক্তিত্ব ও প্রতিভা সম্পন্ন আধ্যাতিœক পুরুষ কবি আল বিজয় সরকার ১৯০২ সালের ২০ ফেব্রুয়ারী নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে পিতা নবকৃষ্ণ অধিকারী ও মাতা হিমালয় অধিকারীর সংসারে জন্ম গ্রহণ করেন। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের বেলুটিয় নামকস্থানে কণ্যা বুলবুলির বাড়ি বিধান পল্লীতে মৃত্যুবরণ করেন তিনি।
বাসস/সংবাদদাতা/রশিদ/১৪৫০/নূসী