বাসস বিদেশ-৫ : ব্রাসেলসে নেতানিয়াহুর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত

145

বাসস বিদেশ-৫
ইসরাইল-রাজনীতি
ব্রাসেলসে নেতানিয়াহুর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত
ব্রাসেলস, ৪ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার ব্রাসেলসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাত করেছেন। ঘুষ গ্রহণের তৃতীয় এক মামলায় পুলিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার মাত্র একদিন পর তিনি তার সঙ্গে সাক্ষাত করলেন। খবর এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ এ কূটনীতিক ন্যাটোর সদস্যভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের জন্য ব্রাসেলসে রয়েছেন।
ব্রাসেলসে নিযুক্ত মার্কিন কর্মকর্তারা এ আলোচনা হওয়ার কথা নিশ্চিত করেছেন।
সিরিয়া ও লেবাননের কথা উল্লেখ করে বৈঠকের প্রাক্কালে নেতানিয়াহু বলেন,‘আঞ্চলিক উন্নয়ন এবং ইরান ও তাদের মিত্র দেশগুলোর আগ্রাসন মোকাবেলায় যৌথ পদক্ষেপ গ্রহণের বিষয় নিয়ে আমি মাইক পম্পেও’র সঙ্গে আলোচনা করবো।
তিনি আরো বলেন, ‘অবশ্যই আমরা অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করবো।’
সোমবার সন্ধ্যায় তারা সাক্ষাত করেন। এ সময় ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান, জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও তার সামরিক সচিব নেতানিয়াহুর সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, ইরান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করে।
দেশ দু’টি সিরিয়ায় ইরানের উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সিরিয়া ইসরাইলের প্রতিবেশী দেশ।
এদিকে লেবাননে ইরানের কর্মকান্ডের ব্যাপারে ইসরাইলের কর্মকর্তাদের উদ্বেগ নিয়ে সাম্প্রতিক সময়ে জেরুজালেমের নজরদারি জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, পুলিশ নেতানিয়াহু ও তার স্ত্রী সারার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও অন্যান্য অপরাধের ব্যাপারে রোববার অভিযোগ দায়ের করার পর ইসরাইলের প্রধানমন্ত্রীর এ সফর অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক মাসগুলোতে তার বিরুদ্ধে আনা এটি তৃতীয় অভিযোগ।
তবে নেতানিয়াহু তার বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগ প্রত্যাখান করেছেন।
বাসস/এমএজেড/১৩৫০/জুনা