বাসস বিদেশ-৪ : খাশোগি হত্যার বিষয়ে আইনপ্রণেতাদের ব্রিফ করবেন সিআইএ প্রধান

158

বাসস বিদেশ-৪
যুক্তরাষ্ট্র-সৌদি আরব
খাশোগি হত্যার বিষয়ে আইনপ্রণেতাদের ব্রিফ করবেন সিআইএ প্রধান
ওয়াশিংটন, ৪ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক জিনা হাসপেল সিনেট নেতৃবৃন্দের কাছে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার ব্যাপারে সংস্থাটি যা জেনেছে সে সম্পর্কে ব্রিফ করতে সম্মত হয়েছেন।
সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল একথা জানিয়ে বলেছে, মঙ্গলবার এই ব্রিফিং করা হবে। এর আগে গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস সিনেটরদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকের সময় সিআইএ এতে অংশ নিতে পারেনি।
এই ব্রিফিং সম্পর্কে আর কিছু জানা যায়নি। কোথায় এটি হতে যাচ্ছে তা জানাতেও সিআইএ অস্বীকৃতি জানিয়েছে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে জামাল খাশোগিকে হত্যা করা হয়।
বাসস/কেএআর/১৩০০/জুনা