বাজিস-৪ : জীবননগর মুক্ত দিবস আজ

171

বাজিস-৪
চুয়াডাঙ্গা-জীবননগর মুক্ত
জীবননগর মুক্ত দিবস আজ
চুয়াডাঙ্গা, ৪ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : জেলার জীবননগর মুক্ত দিবস আজ ৪ ডিসেম্বর। ১৯৭১ সালের এ দিনে সীমান্ত ঘেঁষা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা হানাদার মুক্ত হয়। এ দিন মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র বাহিনীর তুমুল প্রতিরোধের মুখে পাকহানাদার বাহিনী এক রক্তক্ষয়ী যুদ্ধের পর চুয়াডাঙ্গা ছেড়ে পার্শ্ববর্তী কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা অভিমুখে পালিয়ে যায়। হানাদারমুক্ত হয় জীবননগর উপজেলা। মহান মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গার অবদান অবিস্মরণীয়। এ দিনে স্বতঃস্ফুর্ত মুক্তিপাগল মুক্তিযোদ্ধারা জীবনগরের মাঠিতে প্রথম উত্তোলন করে স্বাধীন বাংলার পতাকা। শুরু হয় প্রশাসনিক কর্মকান্ড। জীবননগর মুক্তিযোদ্ধা সংসদের শামসুল আলম জানান, ১৯৭১ সালে ২৬ নভেম্বর পাক হানাদার বাহীনির পতন ঘটলেও চূড়ান্ত বিজয় আসে ৪ ডিসেম্বর। সেই থেকে ৪ ডিসেম্বর জীবননগর মুক্ত দিবস হিসেবে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ দিবসটি পালন করে আসছে।
বাসস/সংবাদদাতা/১২১৬/গিউ/-নূসী