বাসস প্রধানমন্ত্রী-২ (দ্বিতীয় কিস্তি) : মন্ত্রিসভায় ইপিজেড শ্রমিক আইনের খসড়া অনুমোদন

585

বাসস প্রধানমন্ত্রী-২ (দ্বিতীয় কিস্তি)
মন্ত্রিসভা-বৈঠক
মন্ত্রিসভায় ইপিজেড শ্রমিক আইনের খসড়া অনুমোদন

সংবাদপত্র ও সংবাদ সংস্থাসমূহে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের নতুন নিয়মে বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের জন্য নবম ওয়েজবোর্ড রিপোর্ট মূল্যায়ন ও সরকারের নিকট উপস্থাপনের লক্ষ্যে মন্ত্রিসভা আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে ৫ সদস্যের একটি কেবিনেট কমিটি গঠনেরও সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মন্ত্রী পরিষদ সচিব জানান, কমিটির সদস্যরা হচ্ছেন শিল্প, স্বরাষ্ট্র, তথ্য ও শ্রমমন্ত্রী। তথ্যমন্ত্রী এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন।
মন্ত্রী পরিষদ সচিব বলেন, ‘২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের বাধ্য-বাধকতা থাকায় অবিলম্বে এই রিপোর্ট পেশের জন্য কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়। তিনি আরো বলেন, কেবিনেট কমিটির মূল্যায়নের পর সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণা করা হবে।
তাছাড়া মন্ত্রিসভার আজকের বৈঠকে বীমা কর্পোরেশন আইন, ২০১৮, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটি আইন, ২০১৮, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০১৮ এর খসড়া এবং পার্বত্য চট্টগ্রাম (ভূমি অধিগ্রহণ) নিয়ন্ত্রণ, ১৯৫৮ এর সংশোধনীর খসড়ার অনুমোদন দেয়া হয়।
চলবে/বাসস/একেএইচ/অনু-জেহক/২১৫৫/বেউ/-কেএমকে