বাজিস-৬ : ফকিরহাটের মানসা বাজারে শহীদদের স্মরণে স্মৃতিফলক উন্মোচন

298

বাজিস-৬
ফকিরহাট- উন্মোচন
ফকিরহাটের মানসা বাজারে শহীদদের স্মরণে স্মৃতিফলক উন্মোচন
খুলনা, ৩ ডিসেম্বর ২০১৮ (বাসস) : জেলার ফকিরহাট উপজেলার মানসা বাজারে আজ সোমবার গণহত্যা জাদুঘর কর্তৃক নির্মিত শহীদদের স্মরণে স্মৃতিফলক উন্মোচন করা হয়। স্মৃতিফলক উন্মোচন করেন গণহত্যা জাদুঘর ট্রাস্ট-এর সম্পাদক ডা. শেখ বাহারুল আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণহত্যা জাদুঘর ট্রাস্ট এর সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন।
অধ্যাপক ড. মুনতাসীর মামুন জানান, গণহত্যা জাদুঘর দেশের একমাত্র গণহত্যা-নির্যাতন বিষয়ক জাদুঘর। এই ট্রাস্টের অধীনে দীর্ঘদিন ধরে শহীদ স্মৃতিফলক নির্মাণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে সহায়তা করছে সংস্কৃতি মন্ত্রণালয় দেশে এ ধরণের কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য রক্ষা পাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও সকল শ্রেণী পেশার মানুষ।
বাসস/সংবাদাতা/১৯৪৫/মরপা