বাসস ক্রীড়া-১১ : ২০২১ সাল থেকে তৃতীয় ক্লাব টুর্নামেন্ট আয়োজনের অনুমোদন দিল উয়েফা

138

বাসস ক্রীড়া-১১
ফুটবল-উয়েফা-তৃতীয় ক্লাব টুর্নামেন্ট
২০২১ সাল থেকে তৃতীয় ক্লাব টুর্নামেন্ট আয়োজনের অনুমোদন দিল উয়েফা
ডাবলিন, ৩ ডিসেম্বর ২০১৮ (বাসস/এএফপি): আরো বেশি করে ক্লাব ও এসোসিয়েশনকে ইউরোপীয় ফুটবলের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে ২০২১-২২ মৌসুম থেকে তৃতীয় আরেকটি ক্লাব টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে অনুমোদন দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। রোববার বিষয়টি নিশ্চিত করেছে এই সংস্থাটি।
ডাবলিনে অনুষ্ঠিত উয়েফার কার্যনির্বাহী কমিটির সভায় অনুমোদন পাওয়ার ফলে ইউরোপা লীগের গ্রুপ পর্বে ৪৮টি দলের অংশগ্রহণের পরিবর্তে সেখানে অংশ নিবে ৩২টি ক্লাব। চারটি করে ক্লাব নিয়ে গঠিত হবে আটটি গ্রুপ।
ইউরোপের চারটি শীর্ষ লীগ ক্লাবের সপ্তম স্থান ধারী ক্লাব নতুন এই টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে। যেখানে ছোট এসোসিয়েশনের ক্লাবগুলো অংশগ্রহণের সুযোগ লাভ করবে। তবে উয়েফার শীর্ষ ক্লাব টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লীগের কাঠামোতে কোন হস্তক্ষেপ করা হবে না। উইরোপা লীগের বিজয়ী ক্লাবগুলো সয়ংক্রিয়ভাবে টুর্নামেন্টর শেষ ষোলতে খেলার সুযোগ লাভ করবে।
বাসস/এএফপি/এমএইচসি/১৯১০/মোজা/স্বব