বাসস ক্রীড়া-১০ : এক ওভারে ছয় ছক্কার ইনিংসে ডাবল-সেঞ্চুরির রেকর্ড ডেভিসের

194

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-ছয় ছক্কা
এক ওভারে ছয় ছক্কার ইনিংসে ডাবল-সেঞ্চুরির রেকর্ড ডেভিসের
সিডনি, ৩ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : এক ওভারে ছয় ছক্কা হাকাঁনোর ইনিংসটি শেষ পর্যন্ত ডাবল-সেঞ্চুরিতে রূপ দিয়েছেন অস্ট্রেলিয়ার ১৮ বছর বয়সী ক্রিকেট খেলোয়াড় ওলি ডেভিস। অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব-১৯ ন্যাশনাল চ্যাম্পিয়নশীপের এই বিরল কীর্তি গড়েন তিনি।
অ্যাডিলেডে নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক ডেভিস ১১৫ বলে ২০৭ রান করেন। তার ইনিংসে ১৭টি ছক্কা ছিলো। অনুর্ধ্ব-১৯ ন্যাশনাল চ্যাম্পিয়নশীপে প্রথম কোন ব্যাটসম্যান ডাবল-সেঞ্চুরির রেকর্ড গড়লেন।
৭৪ বল মোকাবেলা করে ইনিংসের প্রথম সেঞ্চুরি স্পর্শ করেন ডেভিস। তবে ডাবল-সেঞ্চুরিতে পৌঁছাতে মাত্র ৩৯ বল খেলেছেন তিনি। ইনিংসের ৪০তম ওভারে ছয় বলে ছয় ছক্কা মারেন ডেভিস। মজার ব্যাপার হলো, ওভারের সবগুলো ছক্কা স্লগ-সুইপ করেছে মেরেছেন ডেভিস। অনুর্ধ্ব-১৯ ন্যাশনাল চ্যাম্পিয়নশীপে এক ওভারে সবচেয়ে রান তোলার রেকর্ডও এটি।
আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মারার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের গ্যারিফিল্ড সোবার্স, হার্সেল গিবস ও যুবরাজ সিং-এর।
বাসস/এএসজি/এএমটি/১৮৫০/স্বব