বাসস দেশ-১৪ : সেনাবাহিনী প্রতিনিধি দল ভারত সফর শেষে দেশে ফিরেছে

190

বাসস দেশ-১৪
প্রতিনিধি দল- প্রত্যাবর্তন
সেনাবাহিনী প্রতিনিধি দল ভারত সফর শেষে দেশে ফিরেছে
ঢাকা, ৩ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ প্রতিনিধি দল ভারতে ৭দিনের শ্রভেচ্ছা সফর শেষে আজ রোববার দেশে ফিরেছে।
ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে গত ২৬ নভেম্বর ৫০ সদস্যের প্রতিনিধি দলটি ভারতে সফরে যায়। প্রতিনিধি দলে সেনাবাহিনীর ২৫ জন তরুণ অফিসার ও তাদের স্ত্রী রয়েছেন।
সফরকালে তারা দিল্লি, আগ্রা ও কলকাতার দর্শনীয় ও ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করেন।
বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনী প্রধানের মধ্যে আলোচনার ভিত্তিতে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিতে দুই দেশের সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবারের মধ্যে দ্বিপাক্ষিক সফরের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ফলশ্রুতিতে ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে প্রথম ধাপে বাংলাদেশ হতে প্রতিনিধি দলটি ভারতে যান।
পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী হতেও অনুরুপ প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবেন। এই ধরনের দ্বিপাক্ষিক সফর অব্যাহত থাকবে এবং উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বেশি জোরালো করবে।
বাসস/আইএসপিআর/এফএইচ/১৮০০/অমি