নির্বাচন কমিশনার নিয়োগ বিষয়ে আনা রিট খারিজ

374

ঢাকা, ৩ ডিসেম্বর ২০১৮, (বাসস): প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য চার কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয়। আদালতে রিটকারী দেলোয়ার হোসেনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
গত ২৬ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনারসহ ৪ কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়। রিটে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, আইন সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে বিবাদী (রেনপনডেন্ট) করা হয়। একইসঙ্গে রিট আবেদনে নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত গেজেটও বাতিল চাওয়া হয়।
রিটে দাবি করা হয়-সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুসারে আইন প্রণয়ন করে এর বিধান সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিতে হবে। অথচ এখনও কোনো আইন ও বিধান হয়নি বলে রিটে দাবি করা হয়।
আদালত রিটের শুনানি নিয়ে রিটটি উত্থাপিত হয়নি মর্মে আজ খারিজ করে দেয়।