বাসস ক্রীড়া-৭ : শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব

175

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-টেস্ট র‌্যাংকিং
শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব
ঢাকা, ৩ ডিসেম্বর ২০১৮ (বাসস) : আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে ব্যাট হাতে ৮০ রান ও বল হাতে ৯২ রানে ৪ উইকেট নেন তিনি। ঢাকা টেস্টের কারনে ১০ রেটিং পেয়েছেন সাকিব। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামার আগে ৪০৬ রেটিং নিয়ে শীর্ষেই ছিলেন সাকিব।
টেস্ট র‌্যাংকিং-এ অলরাউন্ডারদের অবস্থান :
পূর্বের র‌্যাংকিং বর্তমান র‌্যাংকিং খেলোয়াড় রেটিং
১ ১ সাকিব আল হাসান (বাংলাদেশ) ৪১৬
২ ২ রবীন্দ্র জাদেজা (ভারত) ৪০০
৪ ৩ ভারনন ফিলান্ডার (দক্ষিণ আফ্রিকা) ৩৭০
৩ ৪ জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) ৩৬৬
৫ ৫ বেন স্টোকস (ইংল্যান্ড) ৩৪২
৬ ৬ রবীচন্দ্রন অশ্বিন (ভারত) ৩৪২
৭ ৭ মঈন আলী (ইংল্যান্ড) ২৯২
৮ ৮ মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ২৪৬
৯ ৯ প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) ২৩৯
১০ ১০ ক্রিস ওকস (ইংল্যান্ড) ২৩৮
বাসস/এএসজি/এএমটি/১৬৫৫/মোজা/স্বব