বাসস বিদেশ-৪ : যুক্তরাষ্ট্রের গাড়ির ওপর থেকে শুল্ক তুলে নিতে সম্মত চীন : ট্রাম্প

159

বাসস বিদেশ-৪
চীন-যুক্তরাষ্ট্র-বাণিজ্য
যুক্তরাষ্ট্রের গাড়ির ওপর থেকে শুল্ক তুলে নিতে সম্মত চীন : ট্রাম্প
ওয়াশিংটন, ৩ ডিসেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত গাড়ির ওপর থেকে শুল্ক তুলে নিতে সম্মত হয়েছে চীন। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা বলেন।
বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ বন্ধে দুই নেতা সম্মত হওয়ার একদিন পরেই এ সিদ্ধান্ত নেয়া হল। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ওয়াশিংটন ও বেইজিং আগামী তিন মাস পরস্পরের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ না করার খবরে এশিয়ার শেয়ার বাজার চাঙ্গা হয়ে উঠেছে।
ট্রাম্প টুইটারে বলেন, ‘চীন যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত গাড়ির ওপর শুল্প হ্রাস ও তুলে নিতে সম্মত হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গাড়ির ওপর চীন ৪০ শতাংশ হারে শুল্ক আরোপ করছে।’
বাসস/কেএআর/১৬১০/জুনা