সিরিজে সর্বোচ্চ উইকেট মিরাজের

217

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বল হাতে সর্বোচ্চ উইকেটশিকারী স্বাগতিক বাংলাদেশ দলের ডান-হাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ২ ম্যাচের ৪ ইনিংসে ৫৯ ওভার বল করে ২১১ রানে ১৫ উইকেট শিকার করেন তিনি। চট্টগ্রাম টেস্টে ৩ উইকেট নিলেও ঢাকার ম্যাচে জ্বলে উঠেন মিরাজ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১২ উইকেট নেন তিনি। ফলে ম্যাচ সেরার খেতাব পান মিরাজ।
সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ১০ উইকেট পকেটে ভরেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ শিকারীছিলেন তিনি। ১৬৫ রানে ৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে শীর্ষ পাঁচ বোলার :
খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট ইনিংসে ৫ উইকেট ম্যাচে ১০ উইকেট
মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) ২ ৪ ৫৯.০ ২১১ ১৫ ২ ১
তাইজুল ইসলাম (বাংলাদেশ) ২ ৪ ৪২.৪ ১৩৪ ১০ ১ ০
সাকিব আল হাসান (বাংলাদেশ) ২ ৪ ৪৭.৪ ১৬৫ ৯ ০ ০
জোমেল ওয়ারিকান (ওয়েস্ট ইন্ডিজ) ২ ৩ ৭৫.৪ ১৯৬ ৮ ০ ০
দেবেন্দ্র বিশু (ওয়েস্ট ইন্ডিজ) ২ ৩ ৫২.০ ১৯৫ ৭ ০ ০