বাসস দেশ-৬ : দিল্লীর কমনওয়েলথ মেলায় নজর কেড়েছে বাংলাদেশ প্যাভেলিয়ন

129

বাসস দেশ-৬
বাংলাদেশ-প্যাভেলিয়ন
দিল্লীর কমনওয়েলথ মেলায় নজর কেড়েছে বাংলাদেশ প্যাভেলিয়ন
নয়াদিল্লী, ৩ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : স্বল্পমূল্যে গার্মেন্ট পণ্য ও ঐতিহ্যবাহী খাবার দাবারের জন্য দিল্লী কমনওয়েলথ ওয়াইভস এসোসিয়েশন (ডিসিডাব্লিউএ) এ্যান্ড ডিপ্লোমেটিক কমিউনিটি বাজারে ব্যাপক সংখ্যক দর্শনার্থীর নজর কেড়েছে বাংলাদেশ প্যাভেলিয়ন।
এই বাজারে (মেলা) ৩০টি দেশ অংশগ্রহণ করেছে। এতে রয়েছে গার্মেন্টস, খাবার, চকলেট ও পানি জাতীয় পণ্য। রাজধানীর নেহেরু পার্কে এ মেলায় ১শ’টি স্টল জমে উঠেছে।
এসব স্টলে উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে তুর্কী, স্পেন, ভারত, ইউরোপ ও এশিয়ার খাবারের দোকান। দিল্লীর কূটনৈতিক মিশনগুলোর সদস্যসহ ব্যাপক সংখ্যক দর্শনার্থী আসছেন স্টলগুলোতে।
বিভিন্ন কূটনৈতিক মিশন এই মেলায় তাদের দেশের ঐতিহ্যের প্রদর্শনে বিভিন্ন সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করছে।
দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও তার স্ত্রী ডিসিডাব্লিউএ’র সাবেক সভাপতি তোহফা জামান আলী মেলায় বাংলাদেশ প্যাভেলিয়নের উদ্বোধন করেন। এ সময় হাইকমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও তাদের স্ত্রীগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্যাভেলিয়নে শার্ট, সোয়েটার, জ্যাকেট ও ঐতিহ্যবাহী জামদানী শাড়ীর পাশাপাশি দইবড়া, চটপটি বিরিয়ানীর মতো পণ্য রয়েছে।
এই মেলায় বিক্রির বড় অংশ একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে। প্রতিষ্ঠানটি দিল্লীর উপকণ্ঠে প্রতিবন্ধীদের জন্য দু’টি স্কুল পরিচালনা করে।
গত বছর এ প্রতিষ্ঠানে বাংলাদেশ মেলায় বিক্রির থেকে ২.৫০ লাখ ভারতীয় রূপী দান করে।
বাসস/এআইএম/অনুবাদ-এমএসআই/১৪২০/রশিদ/-কেজিএ