সর্বোচ্চ রান হেটমায়ারের; বাংলাদেশের পক্ষে মাহমুদুুল্লাহ’র

207

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : সদ্য সমাপ্ত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন সফরকারী দলের বাঁ-হাতি ব্যাটসম্যান শিমরোন হেটমায়ার। ২ ম্যাচের ৪ ইনিংস ব্যাট করে ২২২ রান করেছেন তিনি। তার ব্যাটিং গড়- ৫৫ দশমিক ৫০। সিরিজে দু’টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দোড়গোড়ায় পৌঁছেও তা স্পর্শ করতে পারেননি হেটমায়ার। ৯৩ রানে ফিরেন তিনি।
সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ রান তারই। ১টি সেঞ্চুরিসহ মোট ১৭০ রান করেছেন রিয়াদ। তৃতীয় ও চতুর্থস্থানে রয়েছেন বাংলাদেশের মোমিনুল হক ও অধিনায়ক সাকিব আল হাসান। মোমিনুল ১৬১ ও সাকিব ১১৫ রান করেন।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০ ৫০
শিমরোন হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ) ২ ৪ ২২২ ৯৩ ৫৫.৫০ ০ ২
মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ) ২ ৩ ১৭০ ১৩৬ ৫৬.৬৬ ১ ০
মোমিনুল হক (বাংলাদেশ) ২ ৩ ১৬১ ১২০ ৫৩.৬৬ ১ ০
সাকিব আল হাসান (বাংলাদেশ) ২ ৩ ১১৫ ৮০ ৩৮.৩৩ ০ ১
শেন ডওরিচ (ওয়েস্ট ইন্ডিজ) ২ ৪ ১০৮ ৬৩* ৩৬.০০ ০ ১