বাসস ক্রীড়া-১৭ : ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন মিরাজ

320

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-ঢাকা টেস্ট
ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন মিরাজ
ঢাকা, ২ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানের ব্যবধানে হারানোর পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশের ডান-হাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৩৬ ওভারে ১১৭ রানে ১২ উইকেট নেন তিনি। বাংলাদেশের পক্ষে টেস্টে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন মিরাজ। অবশ্য আগের রেকর্ডটিও তারই ছিলো। ২০১৬ সালে ঢাকার মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৪৯ দশমিক ৩ ওভারে ১৫৯ রানে ১২ উইকেট নিয়েছিলেন মিরাজ।
তাই টেস্টে সেরা বোলিং ফিগারের পারফরমেন্সের বিবেচনা করতে গিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ঐ ম্যাচটিকেই এগিয়ে রাখছেন মিরাজ। তিনি বলেন, ‘দু’টা পারফরমেন্সই কিন্তু ভাল হয়েছে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে প্রথমটা আমার জীবনের টার্নিং পয়েন্ট ছিল। অবশ্যই ওইটা এগিয়ে থাকবে। কারণ অভিজ্ঞতার দিক থেকে এখন অনেক পরিপক্ক হয়েছি। কোন উইকেটে, কীভাবে কি করলে কি হবে। কাজেই ওইটাকে এগিয়ে রাখব যদিও এইটাও কম না।’
চার স্পিনার নিয়ে ঢাকা টেস্ট খেলতে নামে বাংলাদেশ। এর মাঝে ঢাকা টেস্টে সেরা খেলোয়াড়ের খেতাব পান তিনি। এর পেছনে রহস্য কি, জানতে চাইলে মিরাজ বলেন, ‘ভাল জায়গায় ধারাবাহিকভাবে বল করেছি। এইজন্য উইকেট পেয়েছি। যদি ভাল জায়গায় বল না করতাম তাহলে উইকেট পেতাম না, রানও হয়ে যেত।’
দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের শিমরোন হেটমায়ারকে চারবার আউট করেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ব্যাটসম্যানকে চারবারই কুপোকাত করার পেছনের রহস্য জানান মিরাজ, ‘তার সাথে (বিপক্ষে) আমি অনেক দিন খেলেছি। দু’টা যুব বিশ্বকাপ খেলেছি, তারপর জাতীয় দলে ঢুকেও খেললাম। তার সম্পর্কে অনেক কিছুই আমি জানি। কাজেই তার সময় পরিকল্পনা করা সহজ হয়েছে। এজন্য সাফল্যও এসেছে।’
বাসস/এএসজি/এএমটি/১৯২০/মোজা/স্বব