বাসস ক্রীড়া-১২ : গেইলের রেকর্ড স্পর্শ করলেন হেটমায়ার

155

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-ঢাকা টেস্ট
গেইলের রেকর্ড স্পর্শ করলেন হেটমায়ার
ঢাকা, ২ ডিসেম্বর ২০১৮ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সেরা ব্যাটসম্যানের খেতাব পেতেই পারেন শিমরোন হেটমায়ার। কারণ প্রথম ইনিংসে ৩৯ ও দ্বিতীয় ইনিংসে ৯৩ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী রুপে ছিলেন হেটমায়ার। ৯টি ছক্কা ও ১টি চারে ৯২ বলে ৯৩ রান করেন তিনি।
টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটা অল্পের জন্য দখলে নিতে পারলেন না হেটমায়ার। আর একটি ছক্কা হলেই ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার মালিক হতে হেটমায়ার।
তবে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কায় রেকর্ডে যৌথভাবে আছেন হেটমায়ার। মারকুটে ওপেনার ক্রিস গেইলের পাশে নিজের নাম তুললেন হেটমায়ার। এত দিন ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এক টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি একাই দখলে রেখেছিলেন গেইল।
২০১০ সালে গল-এ শ্রীলংকার বিপক্ষে ৪৩৭ বল মোকাবেলা করে ৩৩৩ রান করেছিলেন গেইল। এই ইনিংস খেলার পথে ৯টি ছক্কা ও ৩৪টি চার মারেন তিনি। আজ ঢাকা টেস্টে গেইলের সমান ছক্কার মালিক হলেন হেটমায়ার। তবে গেইল ৪৩৭ বল মোকাবেলা করে ৯টি এবং হেটমায়ার ৯২ বল খেলে সমানসংখ্যক ছক্কা মারেন।
বাসস/এএসজি/এএমটি/১৭১৬/স্বব