নিজের কীর্তি ভেঙ্গে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগার মিরাজের

209

ঢাকা, ২ ডিসেম্বর ২০১৮ (বাসস) : বাঁ-হাতি স্পিনার এনামুল হককে হটিয়ে ২০১৬ সালে বাংলাদেশের পক্ষে টেস্টে সেরা বোলিং ফিগার দাঁড় করিয়েছিলেন ডান-হাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ঢাকার মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৪৯ দশমিক ৩ ওভারে ১৫৯ রানে ১২ উইকেট নেন মিরাজ। যার মাধ্যমে বাংলাদেশের পক্ষে এক ম্যাচে সেরা বোলিং ফিগার রেকর্ড গড়েন মিরাজ।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজের পুরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ডের জন্ম দিলেন মিরাজ। ঢাকা টেস্টে মিরাজের বোলিং ফিগার ছিলো, ৩৬ ওভারে ১১৭ রানে ১২ উইকেট। প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট নেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে ৫ উইকেট নেন তিনি। ফলে পুরনো রেকর্ডটি ভেঙ্গে যায়। তবে নতুন রেকর্ডটি নিজের দখলেই রাখলেন মিরাজ। সেই সাথে ম্যাচের সেরাও হয়েছেন মিরাজ।
প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ উইকেটে এক ইনিংসে সেরা বোলিং ফিগার মিরাজের।