বাসস ক্রীড়া-১০ : মাশরাফিকে টপকে দেশের মাটিতে বল হাতে হাফ-সেঞ্চুরি মিরাজের

150

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-ঢাকা টেস্ট
মাশরাফিকে টপকে দেশের মাটিতে বল হাতে হাফ-সেঞ্চুরি মিরাজের
ঢাকা, ২ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬ ওভারে ১১৭ রানে ১২ উইকেট নেন বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। এই ইনিংস দিয়ে দেশের মাটিতে উইকেট শিকারে হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন মিরাজ। এখন পর্যন্ত ১০ টেস্টে মিরাজের উইকেট শিকার ৫৮টি। বোলিং গড়- ২০ দশমিক ৬৮। ছয়বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট ও দু’বার ম্যাচে দশ বা ততোধিক উইকেট নেন মিরাজ।
ঢাকা টেস্টে ১২ উইকেট নিয়ে দেশের মাটিতে সবচেয়ে বেশি শিকারের তালিকায় সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে টপকে যান মিরাজ। ঢাকা টেস্টের আগে মাশরাফির শিকার ছিলো ২০ টেস্টে ৫১টি। ঢাকা টেস্টের পর মাশরাফিকে টপকে গেলেন মিরাজ।
দেশের মাটিতে সবচেয়ে উইকেট শিকার করার তালিকায় শীর্ষে রয়েছেন বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। ৩৬ টেস্টে ১৩৭ উইকেট নিয়েছেন সাকিব।
বাসস/এএসজি/এএমটি/১৭১৩/মোজা/স্বব