বাসস ক্রীড়া-৮ : সিরিজের সব উইকেট শিকার করে রেকর্ড বাংলাদেশের স্পিনারদের

128

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-ঢাকা টেস্ট
সিরিজের সব উইকেট শিকার করে রেকর্ড বাংলাদেশের স্পিনারদের
ঢাকা, ২ ডিসেম্বর ২০১৮ (বাসস) : স্পিনারদের দাপটে দুই ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে স্বাগতিক বাংলাদেশ। পুরো সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পতন হওয়া ৪০ উইকেটই শিকার করেছেন বাংলাদেশের স্পিনাররা। ফলে নিজেদের পুরনো রেকর্ড ভেঙ্গে নয়া রেকর্ডের জন্ম দিলো বাংলাদেশের স্পিনাররা। দুই ম্যাচের সিরিজে বাংলাদেশের আগের রেকর্ড ছিলো ২০১৬ সালে। ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ঐ সিরিজে ৩৮ উইকেট নিয়েছিলো বাংলাদেশের স্পিনার। এবার পুরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ডের জন্ম দিলো বাংলাদেশের স্পিনাররা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি উইকেট শিকার করেন অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। তার শিকার ১৫টি। দ্বিতীয় সর্বোচ্চ ১০ উইকেট নেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানের শিকার ৯টি এবং নাইম হাসান নেন ৭ উইকেট।
বাসস/এএসজি/এএমটি/১৭১০/মোজা/স্বব