বাসস দেশ-১৬ : পেট্রোবাংলায় চেয়ারম্যান পদে রুহুল আমীনের যোগদান

129

বাসস দেশ-১৬
পেট্রোবাংলা-যোগদান-চেয়ারম্যান
পেট্রোবাংলায় চেয়ারম্যান পদে রুহুল আমীনের যোগদান
ঢাকা, ২ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো: রুহুল আমীন যোগদান করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৮ নভেম্বরের এক প্রজ্ঞাপনে তাকে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ করা হয়।
তিনি ২৯ নভেম্বর যোগদান করেন। আজ পেট্রোবাংলার এক সংবাদবিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
পেট্রোবাংলায় যোগদানের পূর্বে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।
রুহুল আমিন মাঠ প্রশাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা,অতিরিক্ত জেলা প্রশাসক, পিরোজপুর জেলার জেলা প্রশাসক এবং চট্টগ্রাম বিভাগে বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি শিল্প মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেন। ইতোপূর্বে তিনি পেট্রোবাংলায় পরিচালক (প্রশাসন) পদেও দায়িত্ব পালন করেন।
বাসস/সবি/এসএস/১৬৫৫/অমি