বাসস দেশ-৫ : বীরপ্রতীক তারামন বিবি’র মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

121

বাসস দেশ-৫
ঢাবি-তারামন
বীরপ্রতীক তারামন বিবি’র মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
ঢাকা, ২ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবি’র মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বাণীতে ড. মো. আখতারুজ্জামান বলেন, তারামন বিবির মৃত্যুতে জাতি একজন গৌরবদীপ্ত বীর মুক্তিযোদ্ধাকে হারালো। মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরে তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করেন। তিনি মুক্তিযোদ্ধাদের খাবার সংগ্রহ, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীর খবর সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের দেওয়া এবং সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে বীরপ্রতীক খেতাব অর্জন করেন। তিনি একজন সাধারণ নারী হয়েও দেশপ্রেমের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। মুক্তিযুদ্ধে তাঁর এই সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান জাতি বিন¤্র শ্রদ্ধা ও ভালোবাসায় চিরদিন স্মরণ করবে।
উপাচার্য তার রুহের মাগফেরাত কামনা করেন এবং পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তারামন বিবি গতকাল কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ঠা-াজনিত সমস্যা ও ফুসফুসের জটিল রোগে ভুগছিলেন। তাকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
বাসস/সবি/এসই/১৩৫০/কেজিএ