আজ পার্বত্য শান্তিচুক্তির ২১তম বর্ষপূর্তি

210

রাঙ্গামাটি, ২ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : পার্বত্য শান্তিচুক্তির ২১তম বর্ষপূর্তি আজ রোববার। পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে জাতীয় ও রাজনৈতিক হিসেবে চিহ্নিত করে এর স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে শান্তিচুক্তি জাতীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু) চুক্তিতে স্বাক্ষর করেন।
শান্তিচুক্তি সম্পাদনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূষিত হয়েছিলেন ইউনেস্কো শান্তি পুরস্কারে।
এ উপলক্ষে ঊষাতন তালুকদার এমপি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের ইশতেহারে শান্তি চুক্তি বাস্তবায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানান।
এ প্রসঙ্গে রাঙ্গামাটি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বাসসকে বলেন, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া। চুক্তির ৭২ ধারার মধ্যে ৪৮ ধারা বাস্তবায়িত হয়েছে। আগামী নির্বাচনের পর সরকার চুক্তির বাকি অংশগুলো বাস্তবায়ন করবে।