বাসস ক্রীড়া-১৪ : ক্যারিয়ার সেরা ইনিংস মাহমুদুল্লাহ’র

169

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-ঢাকা টেস্ট
ক্যারিয়ার সেরা ইনিংস মাহমুদুল্লাহ’র
ঢাকা, ১ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ। ৪৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটিই সর্বোচ্চ ইনিংস তার। সেই সাথে এটি ছিলো তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
মাহমুদুল্লাহ প্রথম সেঞ্চুরি করেন ২০১০ সালে। হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের পঞ্চম টেস্টে ১১৫ রান করেন তিনি। এরপর দ্বিতীয় সেঞ্চুরির জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে মাহমুদুল্লাহকে। গেল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান তিনি। অথাৎ দ্বিতীয় সেঞ্চুরির জন্য আট বছর অপেক্ষা করতে হলো মাহমুদুল্লাহকে।
তবে তৃতীয় সেঞ্চুরির জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না মাহমুদুল্লাহকে। এক ম্যাচ ও দুই ইনিংস পরই তৃতীয়বারের মত তিন অংকে পা দিলেন তিনি। সেই সাথে খেলে ফেললেন টেস্ট ক্যারিয়ারের সেরা ব্যক্তিগত ইনিংসও। ১০টি চারে ২৪২ বল মোকাবেলা করে ১৩৬ রান করেন মাহমুদুল্লাহ।
বাসস/এএসজি/এএমটি/১৮২০/মোজা/স্বব