বাসস ক্রীড়া-১৩ : মুশফিক-নাসিরের পর মাহমুদুল্লাহ

151

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-ঢাকা টেস্ট
মুশফিক-নাসিরের পর মাহমুদুল্লাহ
ঢাকা, ১ ডিসেম্বর ২০১৮ (বাসস) : মুশফিকুর রহিম-নাসির হোসেনের পর বাংলাদেশের পক্ষে সাত নম্বরে ব্যাট হাতে নেমে সেঞ্চুরি করলেন মাহমুুদুল্লাহ রিয়াদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে সাত নম্বরে ব্যাট হাতে নেমে আজ ১৩৬ রানের নান্দনিক ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। সর্বশেষ এই সাত নম্বর পজিশনে সেঞ্চুরি করেছিলেন মুশফিক ও নাসির।
২০১০ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে সাত নম্বরে ব্যাট হাতে নেমে ১৭টি চার ও ১টি ছক্কায় ১১৪ বলে ১০১ রান করেন মুশফিক। সেটি ছিলো মুশফিকের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
এরপর বাংলাদেশের পক্ষে সাত নম্বরে সেঞ্চুরি করেন নাসির। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে সাত নম্বরে ব্যাট করে ৯টি চারে ১৫১ বলে ১০০ রান করেন নাসির।
তাই মুশফিক-নাসিরের পর কোন টেস্টে বাংলাদেশের পক্ষে সাত নম্বরে ব্যাট হাতে সেঞ্চুরি করলেন মাহমুদুল্লাহ।
বাসস/এএসজি/এএমটি/১৮১৫/মোজা/স্বব