বাসস দেশ-১৯ : বন্দরনগরে যানজট নিরসনে পুলিশের ‘সাইকেল বাহিনী’

179

বাসস দেশ-১৯
চট্রগ্রাম-পুলিশ
বন্দরনগরে যানজট নিরসনে পুলিশের ‘সাইকেল বাহিনী’
চট্টগ্রাম, ১ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : চট্টগ্রাম নগরীকে যানজটমুক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ। এ উদ্যোগের অংশ হিসেবে সিএমপি ট্রাফিক বিভাগের নিয়মিত কার্যক্রমের বাইরে প্রাথমিকভবে ১০ সদস্যের একটি ভ্রাম্যমাণ ‘সাইকেল বাহিনী’ গঠন করা হয়েছে।
ওই বাহিনী নগরজুড়ে যেখানে যখন যানজট বেশি দেখা দেবে তা নিরসনে কাজ করবেন। আজ শনিবার সকালে নগরের টাইগারপাস এলাকায় এ দলের কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুনুর রশিদ হাযারী।
হারুনুর রশিদ হাযারী জানানÑ ‘দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে সিএমপির ট্রাফিক বিভাগে। যানজট নিরসনে মোড়ে মোড়ে আমাদের যে জনবল কাজ করে, তা দিয়ে এ সমস্যার সমাধান কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই ১০ সদস্যের একটি মোবাইল টিম গঠন করা হয়েছে।’
তিনি বলেন, ‘মোবাইল টিমের সদস্যদের দায়িত্ব কোনো নির্দিষ্ট পয়েন্টে নির্ধারিত থাকবে না। যেখানে যানজট বেশি হবে সেখানেই তারা কার্যক্রম পরিচালনা করবে। ওই পয়েন্টে দায়িত্বরত সদস্যদের সঙ্গে কাজ করে যানজট নিরসন করবে।’
হারুনুর রশিদ হাযারী জানান, ‘১০ সদস্যের এ টিমকে আপাতত বাইসাইকেল দেওয়া হয়েছে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য। প্রাথমিকভাবে কার্যক্রম পর্যবেক্ষণের পর পরবর্তীতে আমরা এ দলে সদস্যসংখ্যা আরও বাড়াতে পারি।’
বাসস/ডিবি/কেসি/১৭১৫/এএএ