সন্তানদের অভিভাবকত্ব নিয়ে পিট ও জোলির সমঝোতা

330

লস অ্যাঞ্জেলেস, ১ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : হলিউড সুপারস্টার এঞ্জেলিনা জোলি ও ব্রাড পিট তাদের ছয় সন্তানের অভিভাবকত্ব নিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ সমঝোতায় পৌঁছেছেন। এর ফলে তাদেরকে এ নিয়ে আর আদালতে যেতে হচ্ছে না।
শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যমের খবরে এ কথা বলা হয়।
তারা ২০১৬ সালের সেপ্টেম্বরে তাদের ১১ বছরের যৌথ এবং দু’বছরের বিবাহিত জীবনের ইতি টানার ঘোষণা দেন।
তাদের ছয় সন্তানের মধ্যে তিন জন দত্তক নেয়া।
জোলির আইনজীবী সামান্থা বেলি দিজিয়ান এক বিবৃতিতে বলেন, শিশুদের হেফাজত নিয়ে দু’সপ্তাহ আগে উভয়পক্ষ সমঝোতায় পৌঁছান। এতে জোলি, পিট এবং বিচারক স্বাক্ষর করেন। কিন্তু এতে কি শর্ত রয়েছে তা গোপন রাখা হয়েছে।
আগামী ৪ ডিসেম্বর শিশুদের অভিভাকত্ব নিয়ে উভয়ের আদালতে মামলা শুরুর কথা ছিল। কিন্তু এখন আর তা করতে হচ্ছে না।
জোলি এককভাবে শিশুদের দায়িত্ব নিতে চাচ্ছিলেন। কিন্তু পিট চাচ্ছিলেন ভাগাভাগি করতে।