ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ বাংলাদেশের

193

ঢাকা, ১ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ৫০৮ রান করতে পারে স্বাগতিক বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে ক্যারিবীয়দের বিপক্ষে এটি টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আর সব মিলিয়ে সপ্তম সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৫৫৬ রান। ২০১২ সালে এই মিরপুরের ভেন্যুতেই নাইম ইসলামের ১০৮, নাসির হোসেনের ৯৬, সাকিব আল হাসানের ৮৯ ও তামিম ইকবালের ৭২ রানের সুবাদে নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৬৩৮ রান। ২০১৩ সালে গল টেস্টে মুশফিকুর রহিমের ২০০, মোহাম্মদ আশরাফুলের ১৯০ ও নাসির হোসেনের ১০০ রানের সুবাদে ৬৩৮ রান তুলে অলআউট হয় বাংলাদেশ।