বাসস ক্রীড়া-৭ : বাংলাদেশী ব্যাটসম্যানদের রেকর্ড

143

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-ঢাকা টেস্ট
বাংলাদেশী ব্যাটসম্যানদের রেকর্ড
ঢাকা, ১ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৫০৮ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। একই সঙ্গে নতুন রেকর্ড সৃষ্টি করেছে বাংলাদেশী ব্যাটসম্যানরা।
এই ইনিংসে বাংলাদেশের সকল ব্যাটসম্যান অন্তত দুই অঙ্কের কোটা স্পর্শ করেছেন। যা বাংলাদেশী ব্যাটসম্যানদের নতুন রেকর্ড। এর আগে এমন রেকর্ডের স্বাদ পেয়েছে বিশ্ব ক্রিকেটের পাঁচটি দল। দলগুলো হলো- ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। তাই ষষ্ঠ দল হিসেবে এই রেকর্ডে না উঠলো বাংলাদেশের। তবে বিশ্ব ক্রিকেটে এটি ১৪তম ঘটনা।
টেস্টের এক ইনিংসে সব ব্যাটসম্যানের অন্তত ডাবল-ফিগারে পৌঁছানোর স্বাদ সবচেয়ে বেশি পেয়েছে ভারত। চারটি টেস্টে তাদের ব্যাটসম্যানরা এক ইনিংসে অন্তত দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন।
তিনবার করে এমন কীর্তি গড়েছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দল। এছাড়া অস্ট্রেলিয়া দু’বার ও ওয়েস্ট ইন্ডিজ একবার এমন কৃত্বি গড়েছেন।
বাসস/এএসজি/এএমটি/১৫৫০/মোজা/স্বব