বাসস ক্রীড়া-১ : ৬ উইকেটে ৩৮২ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ

168

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-ঢাকা টেস্ট
৬ উইকেটে ৩৮২ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ
ঢাকা, ১ ডিসেম্বর ২০১৮ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৩৮২ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে গেছে স্বাগতিক বাংলাদেশ।
অধিনায়ক সাকিব আল হাসান ৫৫ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৩১ রান নিয়ে দ্বিতীয় খেলা শুরু করেন। সাকিব ৮০ রানে ফিরলেও, উইকেটরক্ষক লিটন দাসকে নিয়ে দলের রানের চাকা সচল রাখেন মাহমুদুুল্লাহ। তাই দ্বিতীয় দিনের প্রথম সেশনে অবিচ্ছন্নই থাকেন তারা। মাহমুদুল্লাহ ৭৫ ও লিটন ৫৩ রানে অপরাজিত আছেন।
ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র বিশু-কেমার রোচ ২টি করে এবং রোস্টন চেজ-শিরমন লুইস ১টি করে উইকেট নেন।
এর আগে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫৯ রান করেছিলো টাইগাররা। দলের পক্ষে সৌম্য সরকার ১৯, মোমিনুল হক ২৯, অভিষেক ম্যাচ খেলতে নামা সাদমান ইসলাম ৭৬, মোহাম্মদ মিথুন ২৯ ও মুশফিকুর রহিম ১৪ রানে করে আউট হন।
বাসস/এএসজি/এএমটি/১১৩০/স্বব