বাসস দেশ-১৭ : ডিআরইউ নতুন সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান

805

বাসস দেশ-১৭
ডিআরইউ-নির্বাচন
ডিআরইউ নতুন সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক কবির আহমেদ খান
ঢাকা, ৩০ নভেম্বর, ২০১৮ (বাসস) : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহি কমিটি-২০১৯ এর নির্বাচনে এসএ টিভির বিশেষ প্রতিবেদক ইলিয়াস হোসেন সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার কবির আহমেদ খান নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ভোটগণনা শেষে আজ সন্ধ্যায় নির্বাচন কমিশনের সদস্য মনজুরুল আহসান বুলবুল এই ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার রিয়াজ উদ্দিন আহমেদ বক্তব্য দেন। এসময় সংগঠনের বিদায়ী সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদ সৈয়দ শুকুর আলী শুভসহ নির্বাচন কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি পদে ইলিয়াস হোসেন ৬৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে ৭১ টিভির বিশেষ প্রতিবেদক মনির হোসেন লিটন পেয়েছেন ৪৯৬ ভোট। সাধারণ সম্পাদক পদে কবির আহমেদ খান পেয়েছেন ৪৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি এশিয়ান মেইল-এর বিশেষ প্রতিনিধি রিয়াজ চৌধুরী পেয়েছেন ৪৪০ ভোট।
প্রথা অনুযায়ী প্রতিবছরের ৩০ নভেম্বর ডিআরইউর নতুন নেতৃত্ব নির্ধারণের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় নেতৃত্ব বেছে নিতে শুক্রবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়।
নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি ভোরের কাগজের খন্দকার কাওছার হোসেন, যুগ্ম-সম্পাদক দৈনিক ইত্তেফাকের জামিউল আহমান সিপু (বিনা প্রতিদ্বন্ধিতায়), অর্থ সম্পাদক বাংলা ভিশনের জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশের খবরের আফজাল বারী, দপ্তর সম্পাদক পদে জেহাদ হোসেন চৌধুরী (বিনা প্রতিদ্বন্ধিতায়), নারী বিষয়ক সম্পাদক পদে সাজিদা ইসলাম পারুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শেখ মাহমুদ এ রিয়াত (বিনা প্রতিদ্বন্ধিতায়), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে আবদুল হাই তুহিন, ক্রীড়া সম্পাদক পদে শফিকুল ইসলাম শামীম, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক পদে এইচ এম আকতার (বিনা প্রতিদ্বন্ধিতায়) ও কল্যাণ সম্পাদক পদে কাওসার আজম (বিনা প্রতিদ্বন্ধিতায়)।
নির্বাচিত কার্যনির্বাহি সদস্যরা হলেন- মহিউদ্দিন, খালিদ সাইফুল্লাহ, বাদল নূর, মোহাম্মদ মাকসুদুল হাসান, মোহাম্মদ নাইমুদ্দীন, রাশেদুল হক ও মো: শাহাবুদ্দীন মাহতাব।
এবারের নির্বাচনে সভাপতি থেকে কার্যনির্বাহী সদস্য পর্যন্ত ১৬টি পদে নেতৃত্ব নির্বাচন করতে ভোটাধিকার প্রয়োগ করেন ডিআরইউর সদস্যরা। মোট ১৪৭৭ ভোটারের মধ্যে ১১৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কমিটির ২১টি পদের মধ্যে পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় পাঁচজন বিজয়ী হওয়ায় ওই পাঁচ পদে ভোট হয়নি।
বাসস/সবি/এমএন/২১০০/কেজিএ