বাসস ক্রীড়া-১৩ : বাংলাদেশের পক্ষে জুটিতে সবচেয়ে বেশি রানের মালিক সাকিব-মুশফিক

390

বাসস ক্রীড়া-১৩

ক্রিকেট-ঢাকা টেস্ট

বাংলাদেশের পক্ষে জুটিতে সবচেয়ে বেশি রানের মালিক সাকিব-মুশফিক

ঢাকা, ৩০ নভেম্বর ২০১৮ (বাসস) : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে জুটিতে সবচেয়ে বেশি রানের মালিক হলেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া ঢাকা টেস্টের প্রথম ইনিংসে পঞ্চম উইকেটে ২৯ রানে জুটি গড়ে বিচ্ছিন্ন হন সাকিব-মুশফিক। ছোট এ ইনিংস দিয়েই  বড় ফরম্যাটে বাংলাদেশের পক্ষে জুটিতে সবচেয়ে বেশি রানের মালিক হন সাকিব ও মুশফিক। এতে পেছনে পড়ে যান ইমরুল কায়েস-তামিম ইকবাল।

কারন জুটিতে ৫৮ ইনিংসে সাকিব-মুশফিক করেছেন ২৪৫৪ রান। আর সমানসংখ্যক ইনিংসে জুটিতে ২৪৩৩ রান করেছেন ইমরুল-তামিম। এই তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন হাবিবুল বাশার-জাভেদ ওমর। ৩২ ইনিংসে জুটি বেধে ১৩২১ রান করেছেন তারা।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে জুটিতে  সর্বোচ্চ রানের  সেরা পাঁচ জুটি:

জুটি                                      ইনিংস রান    ১০০   ৫০

মুশফিকুর রহিম-সাকিব আল হাসান          ৫৮    ২৪৫৪  ৪        ১৬

তামিম ইকবাল-ইমরুল কায়েস       ৫৮    ২৪৩৩ ৪        ১১

হাবিবুল বাশার-জাভেদ ওমর          ৩২     ১৩২১ ৫       ৫

মোমিনুল হক-তামিম ইকবাল         ২০      ১০১০ ৪        ৩

জুনায়েদ সিদ্দিকি-তামিম ইকবাল    ২৭      ১০০৮          ৩       ২

বাসস/এএসজি/এএমটি/১৮১৫/স্বব