চার হাজার ক্লাবের সদস্য হলেন মুশফিক

465

ঢাকা, ৩০ নভেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১৪ রান করে আউট হন মুশফিক। এই ছোট্ট ইনিংসটি খেলার পথে ৬৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ৪হাজার রান পূর্ণ করেন তিনি। ঢাকা টেস্ট খেলতে নামার আগে নতুন এ মাইলফলক থেকে ৮ রান দূরে ছিলেন তিনি।
মুশফিকের আগে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৪হাজার রান পূর্ণ করেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৫৬ ম্যাচের ১০৮ ইনিংসে ৪০৪৯ রান নিয়ে সবার উপরে আছেনন তামিম। ৬৬ ম্যাচের ১২৩ ইনিংসে ৪০০৬ রান নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন মুশফিক।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান
তামিম ইকবাল ৫৬ ১০৮ ৪০৪৯
মুশফিকুর রহিম ৬৬ ১২৩ ৪০০৬
সাকিব আল হাসান ৫৫* ১০৩ ৩৭৮২
হাবিবুল বাশার ৫০ ৯৯ ৩০২৬
মোহাম্মদ আশরাফুল ৬১ ১১৯ ২৭৩৭