নারীর প্রতি সহিংসতা রোধে বগুড়ায় ৫ শতাধিক ছাত্রীদের সাইকেল র‌্যালি

469

বগুড়া, ৩০ নভেম্বর ২০১৮ (বাসস) : ‘নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙ্গে নতুন দৃশ্য’ শ্লোগানে বগুড়ায় ৫ শতাধিক নারী শিক্ষার্থীদের সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালীর আয়োজন করে বগুড়া জেলা পুলিশ।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন থেকে র‌্যালিটি বের হয়ে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। র‌্যালি শুরুর আগে কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাজাহান আলী, আস্থা প্রকল্পের বগুড়ার সমন্বয়ক মাসুদা ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না ও পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেনীর ছাত্রী খায়রুন নাহার খুশি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু।
র‌্যালিটি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে শুরু হয়ে ৪ কিলোমিটার দূরে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। সেখানে র‌্যালিতে অংশ গ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করা হয়। এদিকে র‌্যালি দেখার জন্য শহরে রাস্তার দু’পাশে নারী পুরুষরা দাঁড়িয়ে ভিড় করে। র‌্যালিতে ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ গ্রহণ করে। বে-সরকারি সংস্থা আস্থা প্রকল্পের সহযোগিতায় র‌্যালিটির আয়োজন করা হয়।