বাসস ক্রীড়া-১১ : ইনজুরির কারণে দীর্ঘসময়ের জন্য মাঠের বাইরে ম্যানইউ তারকা সানচেজ

211

বাসস ক্রীড়া-১১
ফুটবল-ম্যানইউ-সানচেজ-ইনজুরি
ইনজুরির কারণে দীর্ঘসময়ের জন্য মাঠের বাইরে ম্যানইউ তারকা সানচেজ
লন্ডন, ৩০ নভেম্বর ২০১৮ (বাসস) : পেশীর গুরুতর ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে কাটাতে হবে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা এ্যালেক্সিস সানচেজকে। ক্লাবের প্রধান কোচ হোসে মরিনহো একথা জানিয়েছেন।
বৃহস্পতিবরা ইউনাইটেড জানায়, চিলির ওই ফরোয়ার্ডের হ্যামস্ট্রিং ইনজুরি অব্যাহত আছে। আগামীকাল শনিবার প্রিমিয়ার লীগে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কোচ মরিনহো বলেন, সানচেজকে বাইরে রেখেই দীর্ঘ সময়ের জন্য পরিকল্পনা সাজাতে হবে তাকে।
মরিনহো সাংবাদিকদের বলেন, ‘এখনো পর্যন্ত তার কোন স্ক্যান করানো হয়নি। তবে ওই খেলোয়াড় খুবই অভিজ্ঞ। তিনি জানেন ইনজুরির অবস্থা। আমারও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তার পায়ের ইনজুরির যে ধরন এবং ব্যাথার যে মাত্রা, তা দেখে আমার মনে হচ্ছে তাকে দীর্ঘ সময়ের জন্য বিশ্রামে পাঠাতে হবে। এটি সামিয়ক কোন পেশীজনীত সমস্যা নয় যে, সপ্তাহ ১০ দিনের মধ্যেই সে খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে।’
২০১৯ সালের আগে তিনি মাঠে ফিরতে পারবেননা আশংকা করে মরিনহো বলেন, ‘অ্যালেক্সিস ও আমি নিজে স্ক্যানের আগেই আশংকা করছি এই ইনজুরি দীর্ঘ সময়ের।’
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৮০৩/স্বব