বাসস ক্রীড়া-৮ : পেসারবিহীন একাদশ : ইতিহাসের পাতায় বাংলাদেশ

230

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-ঢাকা টেস্ট-
পেসারবিহীন একাদশ : ইতিহাসের পাতায় বাংলাদেশ
ঢাকা, ৩০ নভেম্বর ২০১৮ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে কোন পেস বোলার ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মত কোন পেসার ছাড়া কোন টেস্ট খেলতে নেমেছে টাইগাররা। যার মাধ্যমে ইতিহাসের পাতায় ঠাই করে নিয়েছে বাংলাদেশ।
এর আগে টেস্ট ক্রিকেটে দু’বার পেসার ছাড়া একাদশ সাজিয়েছিলো ভারত। একবার নবাব মনসুর আলী খান পাতৌদি ও দ্বিতীয়বার সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে।
তবে ১৪১ বছরের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মত কোন দল এক ম্যাচের চার স্পিনার নিয়ে খেলতে নামলো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার স্পিনার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। প্রথমবার এক ম্যাচে ভারত এমন কান্ড ঘটিয়েছিলো। ১৯৬৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে ভগবত চন্দ্রশেখর, বিষেন সিং বেদি, এরাপল্লি প্রসন্ন ও শ্রীনিবাস ভেঙ্কটরাঘবনসহ এক টেস্টে চার স্পিনার নামিয়েছিলো ভারত।
বাসস/এএসজি/এএমটি/১৭৪৮/স্বব