বাসস বিদেশ-৫ : ট্রাম্প গ্রুপ ২০ শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশে বেওনেস আইরেস এ পৌঁছেছেন

146

বাসস বিদেশ-৫
জি-২০-সম্মেলন- কূটনীতি-অর্থনীতি-বাণিজ্য ট্রাম্প
ট্রাম্প গ্রুপ ২০ শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশে বেওনেস আইরেস এ পৌঁছেছেন
বেওনেস আইরেস, ৩০ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার আর্জেন্টিনার রাজধানী বেওনেস আইরেস-এ গ্রুপ ২০ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য পৌঁছেছেন।
সেখানে তিনি চীনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিবেন।
তবে, তিনি ওই সম্মেলনে রাশিয়ার ভøাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন না।
খবর এএফপি’র।
এয়ার ফোর্স ওয়ান স্থানীয় সময় রাত ১টার পর (গ্রিনীচ মান সময়০১০০টায় শুক্রবার) বেওনেস আইরেস-এ অবতরণ করে। দুই দিনের সম্মেলনে বিশ্বের প্রধান ২০অর্থনৈতিক শক্তি একত্রিত হবে। এ নিয়ে বৈশ্বিক বাণিজ্য গভীর উত্তেজনা বিরাজ করছে।
বাসস/অনু-জেজেড/১৪৩০/কেকে