বাসস ক্রীড়া-৪ : অভিষেক টেস্টে বাংলাদেশের পক্ষে সপ্তম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস সাদমানের

156

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-ঢাকা টেস্ট-সাদমান
অভিষেক টেস্টে বাংলাদেশের পক্ষে সপ্তম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস সাদমানের
ঢাকা, ৩০ নভেম্বর, ২০১৮ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের ৯৪তম খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেক হয় বাঁ-হাতি ব্যাটসম্যান সাদমান ইসলামের।
নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে আলো ছড়িয়েছেন ২৩ বছর বয়সী সাদমান। হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৭৬ রানে থামেন তিনি। ১৯৯ বলের ইনিংসে ৬টি চার মারেন সাদমান। ফলে অভিষেক টেস্টে বাংলাদেশের পক্ষে সপ্তম সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেললেন সাদমান।
অভিষেক টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস আমিনুল ইসলাম বুলবুলের। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে ১৪৫ রান করেছিলেন বুলবুল।
অভিষেকে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান :
খেলোয়াড় রান প্রতিপক্ষ ভেন্যু সাল
আমিনুল ইসলাম ১৪৫ ভারত ঢাকা ২০০০
মোহাম্মদ আশরাফুল ১১৪ শ্রীলংকা কলম্বো ২০০১
আবুল হাসান ১১৩ ওয়েস্ট ইন্ডিজ খুলনা ২০১২
জাভেদ ওমর ৮৫* জিম্বাবুয়ে বুলাওয়ে ২০০১
তামিম ইকবাল ৮৪ নিউজিল্যান্ড ডানেডিন ২০০৮
নাজিমুদ্দিন ৭৮ পাকিস্তান চট্টগ্রাম ২০১১
সাদমান ইসলাম ৭৬ ওয়েস্ট ইন্ডিজ ঢাকা ২০১৮
মোসাদ্দেক হোসেন ৭৫ শ্রীলংকা কলম্বো ২০১৭
জুনায়েদ সিদ্দিকী ৭৪ নিউজিল্যান্ড ডানেডিন ২০০৮
হাবিবুল বাশার ৭১ ভারত ঢাকা ২০০০
বাসস/এএমটি/১৪১০/স্বব/