বাসস দেশ-২৮ : ভুয়া ওয়েবসাইটে সরকার বিরোধী অপপ্রচারে জড়িত ছাত্র শিবিরের ২ কর্মী আটক

292

বাসস দেশ-২৮
অপপ্রচার-আটক
ভুয়া ওয়েবসাইটে সরকার বিরোধী অপপ্রচারে জড়িত ছাত্র শিবিরের ২ কর্মী আটক
ঢাকা, ২৯ নভেম্বর, ২০১৮ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুর ও গাজীপুরের টঙ্গী থেকে গণমাধ্যমের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে সরকার বিরোধী অপপ্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশন করার সাথে জড়িত থাকার অভিযোগে ছাত্র শিবিরের দুই কর্মীকে আটক করেছে র‌্যাব।
তারা হচ্ছে- মো. কামাল হোসেন (২৩) ও মো. আল আমিন (৩০)।
বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর ও গাজীপুরের টঙ্গী থেকে তাদেরকে আটক করে র‌্যাব-২ এর একটি দল।
এ বিষয়ে আজ দুপুরে র‌্যাব-২ এর পক্ষ থেকে রাজধানীর কাওরানবাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সরকারবিরোধী অপপ্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশন করার সাথে জড়িত থাকার অভিযোগে ছাত্র শিবিরের ২ জন কর্মীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ জব্দ করা হয়।
সম্মেলনে তিনি আরো বলেন, প্রতিষ্ঠিত বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটের মতো পুরোপুরি একই চেহারায়, একই রঙে তৈরি করা হয়েছে ভুয়া পোর্টালগুলো। ভালো করে খেয়াল করলে দেখা যাবে ওইসব ফেক ওয়েবসাইটের ডোমেইন যেমন আলাদা, ঠিক তেমনি খবরের ধরনেও পার্থক্য রয়েছে। সেই প্রতিবেদনগুলো তারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারও করে।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২০১০/শহক