বাসস দেশ-২৫ : রাজধানীতে দেশীয় গ্রামীণ শিল্প নিয়ে মুজিক্রাফটের মেলা আগামীকাল

334

বাসস দেশ-২৫
মুজিক্রাফট-সংবাদ-সম্মেলন
রাজধানীতে দেশীয় গ্রামীণ শিল্প নিয়ে মুজিক্রাফটের মেলা আগামীকাল
ঢাকা, ২৯ নভেম্বর, ২০১৮ (বাসস) : হারিয়ে যাওয়া দেশীয় শিল্পকে পুনরুদ্ধার ও পরিচিত করে দেয়ার লক্ষ্যে দেশীয় শিল্প নিয়ে আগামীকাল শুক্রবার এক মেলার আয়োজন করেছে মুজিক্রাফট বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কন্ফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মুজিক্রাফট বাংলাদেশের পরিচালক ও প্রধান নির্বাহী লরি এ. ইমদাদ।
আগামীকাল শুক্রবার সকাল ১০টায় রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের প্ল্যাটিনাম গ্র্যান্ড হোটেলে এই মেলা শুরু হবে।
মেলায় ৩১টি স্টল থাকবে। এসব স্টলে থাকবে দেশীয় অলংকার, পাটশিল্প, হস্তশিল্প, মাটির তৈজসপত্র, চামড়াশিল্পসহ কটন, খাদি, জামদানি প্রভৃতি পণ্য সামগ্রী। শতকরা ১০ ভাগ কম মূল্যে এই পণ্য বিক্রি হবে।
লরি এ. ইমদাদ বলেন, হারিয়ে যাওয়া দেশীয় শিল্পকে সর্বসাধারণের সামনে তুলে ধরার জন্য আমাদের এ উদ্যোগ। এ মেলায় মাধ্যমে দেশীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পণ্যের সাথে সাধারণ জনগণের যেমন পরিচয় ঘটবে তেমনি হারিয়ে যাওয়া পণ্য ব্যবহার ও রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ মেলার মাধ্যমে দেশের হারিয়ে যাওয়া শিল্পের সাথে নতুন প্রজন্মের পরিচয় ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাসস /সবি/এমএআর/১৯২৫/আরজি