বাসস দেশ-২১ : মুক্তিযুদ্ধের সংগঠক ও ব্রিটেনে বাংলাদেশ কমিউনিটির প্রবীণ নেতা আবুল বশর আনসারীর ইন্তেকাল

301

বাসস দেশ-২১
শোক-সংবাদ
মুক্তিযুদ্ধের সংগঠক ও ব্রিটেনে বাংলাদেশ কমিউনিটির প্রবীণ নেতা আবুল বশর আনসারীর ইন্তেকাল
ঢাকা, ২৯ নভেম্বর, ২০১৮ (বাসস) : মুক্তিযুদ্ধের সংগঠক ও ব্রিটেনে বাংলাদেশ কমিউনিটির প্রবীণ নেতা আবুল বশর আনসারী পূর্বলন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে (লন্ডনের স্থানীয় সময়) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। তার বয়স হয়েছিল ৯২ বছর।
তিনি ৩ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তৎকালীন সুনামগঞ্জ মহকুমা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল বশর আনসারী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। তিনি সুনামগঞ্জের বনগাঁও এলাকায় বশর মিয়া হিসেবে খুবই পরিচিত ছিলেন।
মরহুমার একমাত্র কন্যা জেনেথ রহমান বর্তমানে টাওয়ার হ্যামলেটস্ বারায় নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
মরহুম বশর মিয়ার ছেলে আবুল হাসনাতের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আনসারীর মরদেহ দেশে এনে সিলেটে তার স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হবে। নামাজে জানাজার বিষয়ে খুব শিগগিরই জনানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাসস/সবি/জেডআরএম/১৮৪০/-শহক