বাসস দেশ-১৭ : বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের মধ্যে সনদ বিতরণ

173

বাসস দেশ-১৭
বিমান বাহিনী-সনদ বিতরণ
বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের মধ্যে সনদ বিতরণ
ঢাকা, ২৯ নভেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ বিমান বাহিনীর ১০৯তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটিঁ বাশার কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৬ জন, ভারতীয় বিমান বাহিনীর ১ জন, রাজকীয় সৌদি বিমান বাহিনীর ২ জন, শ্রীলংকা বিমান বাহিনীর ১ জন এবং মার্কিন বিমান বাহিনীর ১ জন করে কর্মকর্তা অংশগ্রহণ করেন।
এই কোর্সে সেরা নৈপূণ্যের জন্য ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার প্রশান্ত কুমার ‘বিমান বাহিনী প্রধানের সার্টিফিকেট এবং ট্রফি’ লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় উত্তীর্ণ সকল কর্মকর্তাকে দিকনির্দেশনা মূলক প্রেরণা দান করেন এবং এই কোর্সে ছাত্র-অফিসার প্রেরণের জন্য ভারত, সৌদি আরব, শ্রীলংকা ও মার্কিন সরকারকে ধন্যবাদ জানান।
এর আগে কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের অধিনায়ক তার স্বাগত বক্তৃতায় কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা ও বিদেশী মিশনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাসস/আইএসপিআর/এমএমবি/১৮০৫/-এএএ