বাসস দেশ-৪ : ঢাবিতে ‘২০৪১ এর বাংলাদেশ-আমার স্বপ্ন’ শীর্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণে ‘প্রেজেন্টেশন’ আহ্বান

184

বাসস দেশ-৪
ডিজিটাল-প্রতিযোগিতা
ঢাবিতে ‘২০৪১ এর বাংলাদেশ-আমার স্বপ্ন’ শীর্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণে ‘প্রেজেন্টেশন’ আহ্বান
ঢাকা, ২৯ নভেম্বর, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘২০৪১-এর বাংলাদেশ-আমার স্বপ্ন’ শীর্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণে ‘প্রেজেন্টেশন’ আহ্বান করা হয়েছে।
‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৮’ উদ্যাপন উপলক্ষে এটুআই ইনোভেশন ল্যাব (iLab) এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করবে।
আগামী ১২ ডিসেম্বর থেকে মাসব্যাপী এই প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৫-১০ স্লাইডের একটি ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ আগামী ৭ ডিসেম্বর মধ্যে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন হাবে জমা দিতে হবে। এছাড়া, এটুআই ইনোভেশন ল্যাব (iLab) এর অনলাইন পোর্টাল www.iLab.gov.bd লগিং করে বিশ্ববিদ্যালয়সমূহ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ‘পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ উপস্থাপন করতে পারবে।
৫ জন শ্রেষ্ঠ বিজয়ীকে একটি করে ল্যাপটপ প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
বাসস/সবি/এসই/১৪২০/জুনা