সিরিয়ার প্রতি নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে তথ্য দেয়ার আহ্বান জাতিসংঘের

220

জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ২৯ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : সিরিয়ার নিখোঁজ অথবা আটক ব্যক্তিদের অবস্থা সম্পর্কে দেশটির সরকার যেন তাদের পরিবারের সদস্যদের তথ্য প্রদান করে তার দাবি জানিয়েছে জাতিসংঘে’র কমিশন অব ইনকোয়ারি।
সেজন্য সিরিয়া সরকারের ওপর চাপ প্রয়োগ করতে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
দেশটিতে সাত বছর ধরে চলা গৃহযুদ্ধে বহু লোক নিখোঁজ আছে।
খবর এএফপি’র।
পরিষদ সদস্যদের রুদ্ধদ্বার বৈঠকের পর কমিশনের চেয়ারম্যান পাউলো পিনহেউরো বলেন, মে মাস থেকে নিহতদের ব্যাপারে তথ্য প্রকাশ শুরু করার পর সিরিয়া সরকারকে নিখোঁজদের ব্যাপারে পূর্ণ তথ্য দেয়ার জন্য চাপ দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কমিশনের চেয়ারম্যান আরো বলেন, ‘এখন আটককৃত ও নিখোঁজদের বিষয়টি বিবেচনা করার সময় এসেছে।’
তিনি সিরিয়া যুদ্ধে মানবাধিকার লংঘনের বিষয়গুলো তদন্তকারী কমিশনের প্রধান।
মে মাসে সিরিয়ার সামরিক পুলিশ ও সেনাবাহিনী প্রথমবারের মতো নিহতদের ব্যাপারে তথ্য প্রকাশ করেছে। এতে তাদের ভাগ্যে কি ঘটেছিল পরিবারে সদস্যরা তা জানতে পারে।
সিরিয়া যুদ্ধে ৩ লাখ ৬০ হাজারের বেশি লোক নিহত ও লাখ লাখ মানুষ বাস্ত্যুচ্যুত হয়েছে।