বাসস বিদেশ-৮ : ইউক্রেনের সীমান্ত এলাকায় সামরিক আইন জারি

129

বাসস বিদেশ-৮
ইউক্রেন-রাশিয়া
ইউক্রেনের সীমান্ত এলাকায় সামরিক আইন জারি
কিয়েভ, ২৮ নভেম্বর, ২০১৮ (বাসস): ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো বুধবার দেশটির সীমান্ত এলাকায় জারি করার লক্ষে সামরিক আইনে স্বাক্ষর করেছেন।
রাশিয়া কিয়েভের নৌবাহিনীর তিনটি জাহাজ ও ২৩ জন নাবিক আটকের জের ধরে ইউক্রেন এই সামরিক আইন জারি করে।
সিভইয়াতুস্লভ সেগুলকো নামের একজন মুখপাত্র ফেসবুকে এক বার্তায় একথা জানিয়ে বলেন, সোমবার ইউক্রেন পার্লামেন্ট প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকোকে আগামী ৩০ দিনের জন্য দেশটির সীমান্ত এলকায় সামরিক আইন জারির পক্ষে ভোট দেয়।
বাসস/জুনা/১৮২০/আরজি